November 2013


এই Tutorial এ ব্যতিক্রমী Rooting প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। এটি Android এর জন্য "Custom Recovery System" ইন্সটল করার মাধ্যমে রুট করার প্রক্রিয়া। বিশেষ করে যেসব Android Device সাধারন Exploit ব্যবহার করে Root করা সম্ভব হয়না তাদের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে Symphony Xplorer W35 সহ প্রায় সকল MT6575 Chipset বিশিষ্ট Android Device রুট করা সম্ভব।


Root:
এন্ড্রয়েড ডিভাইসে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করাকে Root করা বলে। 
Advanced Apps Install, RAM/Gaming/Multitasking/System Performance Optimize ও Customization ইত্যাদি কাজের জন্য Root Privileges প্রয়জন হয়।
ফোন ম্যানুফ্যাকচাররা Root করে দেয়না কারন এতে Device টি Vulnerable হয়ে যায় যাতে Virus এবং Malware আক্রমন করার সুযোগ পায় এছারাও আর কিছু সমস্যা হতে পারে।
তাই Root করার জন্য অবশ্যই আপনাকে Android এর Advanced ব্যবহারকারী হতে হবে যাতে আপনি এসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারেন।

Custom Recovery:
Android এর Recovery System বুট পার্টিশনে অবস্থান করে। অ্যান্ড্রয়েড বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেন (যেমনঃ "Power Button + Volume+ Button" একসাথে চেপে ধরে, এই কম্বিনেশন Device ভেদে পার্থক্য রয়েছে) । Stock Recovery System  (যা সেটের সাথে দেয়া থাকে)  দিয়ে ফ্যাক্টরি রিসেট, ডাটা ব্যাকআপ/রিস্টোর এই রকমের মাত্র কয়েকটি কাজ করা যায়। 
আর Custom Recovery System দিয়ে Root, পার্টিশন/ন্যানড্রয়েড ব্যাকআপ, কাস্টম রম, কার্নেল, বিভিন্ন মড, Flashable Zip ইন্সটল ইত্যাদি এডভান্সড ফিচারগুলো করা যায়।

সতর্কবানী: 
রুট করার পর আপনার Android Device এর Warranty চলে যায়, তবে পরে Unroot করলে Warranty নিয়ে ভয় নেই। কিন্তু "Custom Recovery System" এর মাধ্যমে রুট করার প্রক্রিয়ায় Warranty ফিরে পাওয়ার জন্য Unroot করা ছাড়াও "Stock Recovery System" টিকে পুনরায় Flash করতে হয়। দুঃখের বিষয় "Symphony Xplorer W35" সহ আরও কিছু MT6575 Chipset বিশিষ্ট Android Device এ রুট করার পূর্বে "Stock Recovery System" এর Backup করার প্রক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাই যারা Warranty নিয়ে চিন্তা করেন তারা এই পথে না যাওয়াই ভাল। আর এই পুরো প্রক্রিয়াটি করতে গিয়ে যদি কারও Device এ কোনো প্রকার ক্ষয়ক্ষতি সাধিত হয় তাহলে WarezMela™ এর জন্য কোনো প্রকার দায় থাকবে না। 

ধাপ ১: এই পুরো প্রক্রিয়াটি তে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে:
File 1: 7-Zip
File 2: USBdeview
----ফাইলগুলো ডাউনলোড করে একই ফোল্ডার এ রাখুন।


ধাপ ২: 
আপনার পিসি তে 7-Zip ইন্সটল করা না থাকলে ডাউনলোড করা ফাইল গুলো থেকে "7z925.exe" ফাইলে টিতে ক্লিক করে ইন্সটল করে নিন যা অন্যান্য ডাউনলোড করা Zip ফাইল গুলো Extract করতে কাজে লাগবে। 

ধাপ ৩: "Windows 7/8 User Settings Tweak" (এই ধাপ Windows XP ব্যবহারকারীদের জন্য নয়) এটা করার জন্য আপনার উইন্ডোজ এর Control Panel > User Accounts এ যান এখন নিন্মের Screenshots অনুযায়ী কাজগুলো করুন।








ধাপ ৪: USB Debugging On করুন। যারা জানেননা তারা প্রক্রিয়াটি দেখুন এইখানে: "কিভাবে Android USB Debugging Mode On করতে হয় ?"

ধাপ ৫: এবার নিন্মে দেয়া লিঙ্ক হতে Video Tutorial টি দেখে অথবা ডাউনলোড করে দেখে বাকী কাজগুলো সারুন। 

***Video Tutorial টি তে দেওয়া নিয়মগুলো ঠিকমত করতে পারলে অবশ্যই আমার Develop করা Custom Recovery (ARS-Alienoid Recovery System) টি বসাতে পারবেন এবং  Root হবে। ইনশাল্লাহ।

> Thank you all for be with 
WarezMela™  
------This Document & Video Tutorial created by enigmansary 

Copyright © 2013 WarezMela™ All Right Reserved

Protected by Copyscape Online Plagiarism Scanner




ADB Driver কি এবং কেন ?


 ADB Driver হচ্ছে এক প্রকার Driver Software যা আপনার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেমনঃ Windows এ অবস্থান করে Android Device এর পরিচালনায় ভুমিকা রাখে। আপনার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে যদি আপনার Android Device টির সঠিক Driver Install করা না থাকে তাহলে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এর সাথে Android Device সংযোগ স্থাপনকারী  Command Line টুল "ADB (Android Debug Bridge)" কাজ করবে না। এর ফলে PC হতে ব্যবহৃত বিভিন্ন Android Utilities যেমনঃ Android PC Suit, SP Flash Tool, MtkDroidTools, Android Root Tools, Droid Manager, DroidExplorer ইত্যাদি যারা "ADB (Android Debug Bridge)" এর মাধ্যমে Android Device এর সাথে সংযুক্ত হয়, কাজ করবে না।


Adb Driver হচ্ছে Universal Android USB Driver যা প্রায় সব Device এ Support করবে।
--------



ইন্সটল করার পদ্ধতি ও Download Link


. এখান থেকে Driver টি Download  করে নিন। 
Adb Driver Installer [WarezMela™ Auto-Updated Link]

(Optional Link only for SAMSUNG)
Samsung Adb Driver Installer [WarezMela™ Auto-Updated Link]


. USB debugging Enable করুন।
USB debugging Enable করতে না পারলে আপনার Android Device টির Settings > Developer Options > Developer Options On > USB debugging
থবা, যারা Android 2.x এবং এর নিচের Version চালাচ্ছেন, এভাবে খুজে পেতে পারেন Settings > Applications > Development > USB Debugging

. USB Port আপনার Device টি Connect করুন। 

. "Adb Driver Installer" Open করে Install এ Click করুন।


adb driver installer


. যদি নিচের Dialog Box টি দেখতে পান তবে "Install this driver software anyway" তে Click করুন।

install this driver software anyway


. Android Universal Driver টি Automatically আপনার Computer এ Install হয়ে যাবে।

adb driver installer installation success
-------------


---সাথে থাকার জন্য আপনাদের সবাই কে ধন্যবাদ।
This Document is created by enigmansary


Android এর Advanced user দের প্রায়ই USB Debugging Mode On করে অনেক কাজ করতে হয়
আমি আপনাদের খুব সহজে Android USB Debugging Mode On করার কাজটি ৬ টি ধাপে দেখাব আশা করি একদম নতুন User রাও বুঝতে পারবেন।

ধাপঃ১
আপনার এন্ড্রয়েডের Settings এ যান > 

ধাপঃ২
Developer Options এ যান > 


ধাপঃ৩
Developer Options On করুন > 


ধাপঃ৪
যদি ( Allow development settings? ) এরকম মেসেজ আসে তবে Ok করুন >


ধাপঃ৫
USB debugging এ টিক দিন >


ধাপঃ৬
যদি (Allow USB debugging? ) এরকম মেসেজ আসে তবে Ok করুন

-------ব্যাস এভাবে USB debugging On করা হয়ে গেল। <


বিঃদ্রঃ
১\\ যারা Android 2.x অথবা এর নিচের Version চালাচ্ছেন, এভাবে খুজে পেতে পারেন
     Settings > Applications > Development > USB Debugging ।

২\\ প্রয়োজন ছাড়া USB debugging On করে রাখবেনা।







এবার Android এ GTA Vice City এর জগতে স্বাগতম । GTA Vice City তে পিসি তে খেলেনি এমন
পাবলিক খুব কমই আছেন। তাই নতুন করে এর সম্পর্কে কিছু বলার অবকাশ নেই।

File info: Grand Theft Auto Vice City
Platform: Android 2.3 and up
Version: 1.0.3
Package info: Repacked ( Game Data and apk file included )
Size: 990 MB







Welcome back to Vice City.
  • Beautifully updated graphics, character models and lighting effects 
  • New, precisely tailored firing and targeting options 
  • Custom controls with a fully customizable layout 
  • Massive campaign with countless hours of gameplay
  • Compatible with the MoGa Wireless Game Controller and select USB gamepads
  • Integrated with Immersion tactile effects 
  • Tailor your visual experience with adjustable graphic settings

Instruction: Extract Zip, Install apk and put data on Sdcard\
Download Direct LINK: Download HERE MIRROR LINK
Thanx for your visited..Take around and see another games or application for your droid.
Please share my little blog to your friends at facebook,twitter,or google +..im very appreciate it.:)
Come back tomorrow and see new application and amazing games here 
pro-apk.blogspot.com
ENJOY.!!!!

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget