আমরা অনেকেই ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য
Internet Download Manager (IDM) ব্যবহার করি। এটি আমাদের অনেক প্রিয় একটি সফটওয়্যার। কিন্তু সমস্যা ঠেকে Crack আর Patch করা নিয়ে নতুন ভার্সনটি নামিয়ে প্রায়ই Crack করতে ঝামেলা হয়, আবার দেখা যায় Cracked ভার্সন ঠিক মত পাওয়া যায় না। এ নিয়ে কত খুজা খুজি।
এখন বলোতো বন্ধুরা
কেমন হবে যদি এমন একটি Patch Tool হয় যেটা দিয়ে নতুন যেকোনো ভার্সন এর Internet Download Manager (IDM) crack/Patch করা যায় আর সেই টুল টি হয় Permanent। অর্থাৎ তুমি শুধু Internet Download Manager (IDM) এর Trial ভার্সন টি নামিয়ে নিবে সেই টুল টি দিয়ে করে নিবে Activate এবং চাইলে Update ও করতে পারবে। তোমাকে আর নতুন করে crack/Patch সহ নামাতে হবেনা। ????
তোমরা যদি সায় দাও তাহলে WarezMela™ এর Lab এ এমন একটি চমৎকার Tool ডেভেলপ করা হবে। এবার তোমাদের অভিমত জানাও।
Post a Comment
ভাই এমন একটা Crack এর জন্য অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম... PLz এটা চাই।